দেশের শোবিজে দীর্ঘদিন ধরে ভেসে বেড়ানো গুঞ্জন এবার সত্যি হলো। এবারই প্রথম শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নামের এই নতুন সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করবেন দু’জন। এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ, আর প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন শিরিন সুলতানা—তার প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড–এর ব্যানারেই তৈরি হচ্ছে ছবিটি।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে ফারিণের যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়—প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন তাসনিয়া ফারিণ। ক্যাপশনে লেখা হয়, “আনুষ্ঠানিক ঘোষণা: তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন।”

পোস্টে আরও বলা হয়েছে—বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমায় ফারিণ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন, যা তার ক্যারিয়ারের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা।
সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, সহযোগিতায় ছিলেন লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন। জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রিন্স’।
Leave a Reply
You must be logged in to post a comment.