1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

মিশরে অসহায় ফিলিস্তিনিদের পাশে সারজিস আলম: মৌলিক সহায়তা, শিক্ষা ও মানবিকতার উদাহরণ

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৯ Time View

মিশরে অবস্থানরত অসহায় ফিলিস্তিনি পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। ওমরাহ পালন শেষে সংক্ষিপ্ত সফরে মিশরে গিয়ে তিনি শুধু রাজনৈতিক ও সামাজিক মতবিনিময়ই করেননি, বরং ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তায় এগিয়ে এসে আলোচনায় এসেছেন।

শুরুতে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও ফিলিস্তিনি ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর কায়রোতে অবস্থানরত অসহায় ফিলিস্তিনি পরিবারগুলোকে সহায়তা এবং তাদের সন্তানদের জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারজিস আলম মিসরের অন্যতম বৃহৎ একটি মাদরাসা—যা বিশেষভাবে ফিলিস্তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠিত—সেটি পরিদর্শন করেন। তার সফরসঙ্গী ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ মুন্না ও তোফায়েল আহমাদ। পরিদর্শনকালে তিনি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী, খাবার ও খেলনা বিতরণ করেন। শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সারজিস আলম ও মাহবুবুর রশিদ মুন্না আবেগাপ্লুত হয়ে পড়েন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন—
“বাংলাদেশে জুলাই-আগস্টের ফ্যাসিস্ট তাড়ানোর মতো, অচিরেই আমরা তোমাদের সঙ্গে নিয়ে আল আকসা মুক্ত করবো।”

এর পাশাপাশি তিনি বাংলাদেশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন–এর উদ্যোগে আয়োজিত আরেকটি মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ অনুষ্ঠানে মিশরে আশ্রয় নেওয়া অসহায় ফিলিস্তিনি পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই কর্মসূচিতেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রশিদ মুন্না।

সারজিস আলম ফিলিস্তিনিদের জন্য পরিচালিত এসব মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগে নিজেকে সম্পৃক্ত রাখার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিশ্বব্যাপী সকল বাংলাদেশিকে ফিলিস্তিনের এই কঠিন সময়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss