আইপিএলে পাঁচ ম্যাচ ধরে ব্যর্থতার পর অবশেষে ব্যাটে ঝড় তুললেন অভিষেক শর্মা। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ৫৫ বলে বিধ্বংসী ১৪১ রানের ইনিংস খেলে না শুধু দলকে জিতিয়েছেন, বরং গড়েছেন এক অনন্য রেকর্ড—ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
১৪টি চার ও ১০টি ছয়ে সাজানো এই ইনিংসে অভিষেক ছাড়িয়ে গেছেন লোকেশ রাহুলের ২০২০ সালের ১৩২ রানের ইনিংসকে। ৪০ বলেই সেঞ্চুরি ছুঁয়ে যখন মাঠজুড়ে আগুন জ্বালিয়ে দিচ্ছিলেন, তখনই ক্যামেরার সামনে এক অভাবনীয় মুহূর্ত—পকেট থেকে বের করলেন এক চিরকুট। তাতে লেখা ছিল, “This one is for the Orange Army!”
ম্যাচ শেষে অভিষেক জানান,
আমি সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ভাবলাম, যদি আজ কিছু করতে পারি, সেটা হবে অরেঞ্জ আর্মির জন্য। তাই এই বার্তাটা লিখে পকেটে রেখেছিলাম। ভাগ্য ভালো, আজই সেটা কাজে লেগে গেল।
অভিষেকের ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড মজা করে বলেন, “ছয় ম্যাচ ধরে কাগজটা ওর পকেটে ছিল। আজ অবশেষে সেটা বের হলো—ভালো লাগছে!”
এই ম্যাচে অভিষেকের দুর্দান্ত ইনিংসের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদ ২৪৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ফেলেছে মাত্র ৯ বল ও ৮ উইকেট হাতে রেখে। এটি আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড।
Leave a Reply