ভারত ও পাকিস্তানের রাজধানীতে পরপর দুটি বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ২৫ জন। সোমবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত হন। এর কয়েক ঘণ্টা পর পাকিস্তানের ইসলামাবাদে আরেকটি বিস্ফোরণে প্রাণ হারান কমপক্ষে ১২ জন।
দুটি ঘটনার পরই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজ নিজ তদন্ত শুরু করেছে।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসলামাবাদের বিস্ফোরণের পেছনে রয়েছে “ভারতীয় গুপ্তচর সংস্থার প্ররোচনায় পরিচালিত প্রক্সি নেটওয়ার্ক”। দেশটির সরকার জানিয়েছে, হামলার ধরন ও লক্ষ্যবস্তু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এটি “সুসংগঠিত সন্ত্রাসী ষড়যন্ত্র।”
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের অভিযোগকে “ভিত্তিহীন ও উদ্ভট” বলে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে ভারত বলেছে, “একটি বিভ্রান্ত নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া এমন মিথ্যা অভিযোগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
নয়াদিল্লির বিস্ফোরণের ঘটনায় স্থানীয় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে “পরিকল্পিত ষড়যন্ত্র” বলে উল্লেখ করে হামলার নেপথ্যে কারা আছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
উভয় দেশের নিরাপত্তা সংস্থা পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ ও পেছনের সংগঠনগুলোর নাম এখনো নিশ্চিত হয়নি। সীমান্তের দুই প্রান্তেই উত্তেজনা বেড়ে গেছে, যা নতুন করে দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও সংকটের মুখে ফেলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.