পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সোমবার (১০ নভেম্বর) সকালে ঘটে ভয়াবহ এক হত্যাকাণ্ড। প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় পুরো ঘটনাটি, যা ধরা পড়ে আশপাশের সিসিটিভি ক্যামেরায়।
ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করছেন। ঠিক তখনই পেছন থেকে দুইজন কোমর থেকে অস্ত্র বের করে একের পর এক গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন মামুন। পরে গুলিবর্ষণ শেষে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কাছ থেকে গুলি চালানোয় ঘটনাস্থলেই গুরুতর আহত হন মামুন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গেলে তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিহত তারিক সাইফ মামুন ছিলেন এক সময়ের আলোচিত সন্ত্রাসী। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলারও অভিযুক্ত ছিলেন।
তালেবুর রহমান আরও জানান, মামুন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে ইতিমধ্যে একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় দীর্ঘ ২০ বছরের কারাদণ্ড শেষে ২০২৩ সালে জামিনে মুক্তি পান মামুন। জামিনের কয়েক মাস পর তেজগাঁও এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছিলেন। এবার সেই মামুনের জীবনই শেষ হলো আরও একটি প্রকাশ্য গুলিবর্ষণের মধ্য দিয়ে।
Leave a Reply
You must be logged in to post a comment.