নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যার মামলাও।
রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি চুনকাকুটির থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে গত ২৭ মে, মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আবারও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আইভীকে।
হাইকোর্টের এ জামিন আদেশের ফলে আপাতত তিনি মুক্তির সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে মামলাগুলোর মূল তদন্ত প্রক্রিয়া এখনও চলমান।
আইনজীবীরা জানিয়েছেন, জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে মিনারুল হত্যা মামলা, সরকারি কাজে বাধা, সহিংসতার দায়ে দায়ের করা দুটি মামলা এবং একটি অস্ত্র আইনের মামলা।
আইভীর আইনজীবী বলেন, “আমরা বিশ্বাস করি আদালতের এই সিদ্ধান্ত ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করবে।”
Leave a Reply
You must be logged in to post a comment.