বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ মেলেনি, তাদের খেলায় অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সাভারের বিকেএসপিতে ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন,
“বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলুক। কিন্তু যাদের বিরুদ্ধে এখনো প্রমাণ মেলেনি, তাদের অপরাধী বলা যাবে না। ফিক্সিংয়ে জড়িত থাকলে, খেলোয়াড় হোক বা অন্য কেউ—সবাইকে আইনের আওতায় আনা হবে।”
জাহানারা আলমসহ নারী খেলোয়াড়দের উত্থাপিত যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,
“তদন্ত কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দেবে বলে আশা করছি। সরকার নারী খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে আন্তরিক। তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে তিনি বিকেএসপির জিমনেশিয়ামে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা।
সরকারের এই আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পটি ২৭ কোটি টাকা ব্যয়ে ২ বছর ৬ মাস মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় বিকেএসপির সাতটি আঞ্চলিক শাখার মাধ্যমে মোট ৮,৮৫০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ফিক্সিং বা দুর্নীতির অভিযোগে প্রমাণ না থাকলে খেলোয়াড়দের বিপিএলে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত ও তদন্ত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.