ভিন্নমত বা নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই একটি সভ্য গণতান্ত্রিক ব্যবস্থার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় স্বার্থ নয়, বরং জনগণের স্বার্থই সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন তারেক রহমান।
তিনি বলেন,
“আমরা ভিন্ন ধর্ম, ভিন্ন গোষ্ঠীর হলেও আমাদের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। কেবল আইনের শাসনই পারে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে।”
তারেক রহমান আরও বলেন,
“ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী যাতে দেশকে অস্থিতিশীল না করে তুলতে পারে, সেজন্য রাজপথে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকতে হবে।”
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ৫০ লক্ষ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ ‘ফার্মার্স কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
সম্মেলনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“অতীতের ভুলে না ফিরে, একটি অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি।”
তিনি সংখ্যালঘু সুরক্ষা আইনসহ কয়েকটি দাবি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.