বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে সরব হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাহানারা নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে বিসিবি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে একটি কমিটি গঠন করেছে।
তবে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে তামিম বলেন—
“জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর। সেগুলো সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। যে কোনো পর্যায়ের ক্রীড়াবিদই হোক না কেন, এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তিনি আরও লেখেন,
“বিসিবি তদন্ত কমিটি করেছে, কিন্তু আমি মনে করি— জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। এতে পক্ষপাতের সুযোগ থাকবে না।”
জাহানারার আগের অভিযোগ নিয়েও তামিম বিসিবির অবস্থান সমালোচনা করেন—
“একজন ক্রিকেটার যখন দলের পরিবেশ নিয়ে অভিযোগ তোলেন, তা খতিয়ে দেখা জরুরি। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অস্বীকার করেছে, তা কখনোই কাম্য নয়।”
পোস্টের শেষাংশে তামিম নারী ক্রিকেটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন—
“যেসব নারী ক্রিকেটার কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, তারা যেন সাহস করে মুখ খোলেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পাশে থাকব। ন্যায়বিচার না পেলে ভবিষ্যতে মেয়েরা খেলায় আসতে ভয় পাবে— আমরা তা হতে দিতে পারি না।”
উল্লেখ্য, বর্তমানে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং জাহানারা আলম অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বিরতিতে।
Leave a Reply
You must be logged in to post a comment.