দক্ষিণ গাজায় নতুন করে বিমান হামলা, ভারী গোলাবর্ষণ এবং ধ্বংসযজ্ঞ অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মাটিতে থাকা আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, এলাকাজুড়ে তীব্র বিস্ফোরণ ও গোলার শব্দ শোনা যাচ্ছে, অনেক স্থানে ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
হামাস জানিয়েছে, তারা এক ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করে ফেরত দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করলেও এখনো মরদেহের পরিচয় যাচাই করেনি।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আল জাজিরাকে বলেন,
“পূর্ববর্তী যুদ্ধবিরতির তুলনায় এবার গাজায় ত্রাণ ও সরবরাহ বিতরণ অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।”
জাতিসংঘের ত্রাণকর্মীরা জানিয়েছেন, অবরোধ, ধ্বংসপ্রাপ্ত সড়ক ও নিরাপত্তা সংকটের কারণে দক্ষিণ গাজার বহু এলাকায় এখনো সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযান এখন পর্যন্ত কমপক্ষে ৬৮,৮৫৮ জনের প্রাণ কেড়েছে, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।
এই হামলার ফলে গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দ্রুত যুদ্ধবিরতি ও ত্রাণপথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।