গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার একটি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত প্রায় আড়াইটার দিকে এক ব্যক্তির গোয়ালঘরে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চোরচক্র। তারা গরুগুলো পিকআপে তোলার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে যান এলাকাবাসী। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে অভিযুক্তরা পালাতে গিয়ে কেউ পাশের জঙ্গলে, কেউ বা পুকুরে লাফ দেয়। পরে তাদের ধরে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এখনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।