মালয়েশিয়ায় প্রতারণার শিকার ৯৩ জন বাংলাদেশি শ্রমিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে দেশটির শাহ আলম হাইকোর্ট। আদালত রায়ে নির্দেশ দিয়েছে, নিয়োগ প্রতিষ্ঠান ‘একর ইনোভেশন এসডিএন বিএইচডি’ কর্মীদের মোট ৭ লাখ ৬০ হাজার রিঙ্গিত বকেয়া বেতন পরিশোধ করবে।
২০২৩ সালের নভেম্বরে মালয়েশিয়ায় পৌঁছানোর পর কাজ না পেয়ে এসব কর্মী মানবেতর জীবনযাপন করছিলেন। চুক্তিতে নির্ধারিত বেতন না পেয়ে তারা আদালতের শরণাপন্ন হন।
শুক্রবার (৩১ অক্টোবর) শাহ আলম হাইকোর্ট শ্রম আদালতের আগের সিদ্ধান্ত বহাল রাখে। বিচারপতি নার্কুনাভাথি সুন্দরেসন তার রায়ে বলেন,
“বিদেশি কর্মীদের ‘সংরক্ষিত শ্রমিক’ হিসেবে গণ্য করার ধারণা সম্পূর্ণ ভুল ও অমানবিক। তারা মালয়েশিয়ায় পৌঁছানোর দিন থেকেই বেতনের অধিকারী।”
আদালত আরও নির্দেশ দেয়, কর্মীদের কাছ থেকে ভুলভাবে ফোন বিল, থাকা, সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচের নামে কর্তন করা ১ লাখ ২০ হাজার রিঙ্গিতও ফেরত দিতে হবে।
কর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জোয়াকিম জেভিয়ার ও সহাইন নাদা পুটুচেয়ারি। তারা জানান, আদালত প্রতিটি শ্রমিকের জন্য ২ হাজার থেকে ১১ হাজার রিঙ্গিত পর্যন্ত বকেয়া বেতন নির্ধারণ করেছে।
নিয়োগকর্তা ‘একর ইনোভেশন’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। তাদের দাবি ছিল, ওয়ার্ক পারমিট জারির আগে বেতন পরিশোধ অবৈধ এবং শ্রমিকরা যথেষ্ট সাক্ষ্য দিতে পারেননি। কিন্তু আদালত নিয়োগকর্তার সব যুক্তি খারিজ করে দেয়।
এই রায় মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিবাসী অধিকারকর্মীরা মনে করছেন।