ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভির। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি বন্দিদের হাত পেছনে বেঁধে উপুড় করে মাটিতে ফেলে রাখা হয়েছে। তাদের সামনে দাঁড়িয়ে বেন গাভির নির্দয়ভাবে বলেন, “এরা হামাসের নুখবা এলিট ফোর্সের সদস্য—একসময় নিজেদের হিরো ভাবত, এখন দেখো তাদের পরিণতি।”
মন্ত্রী আরও ইঙ্গিত দেন, এ বন্দিদের অনেকের “শিগগিরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে”।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক নিন্দা শুরু হয়। অনেক মানবাধিকার সংস্থা একে “রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত নির্যাতনের স্বীকারোক্তি” বলে আখ্যা দিয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে,
“একজন মন্ত্রীর এমন ভিডিও প্রকাশ কেবল অমানবিক নয়, এটি যুদ্ধাপরাধের সাক্ষ্য।”
ফিলিস্তিনি বিশ্লেষকরা বলছেন, গাভিরের এই পদক্ষেপ ইসরায়েলের চরম ডানপন্থি সরকারের নির্মম মানসিকতা প্রকাশ করেছে। তারা আশঙ্কা করছেন, এ ধরনের ঘটনা আরও সহিংসতা উসকে দিতে পারে।