গাজা উপত্যকায় পরপর পঞ্চম দিনের মতো বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস জানায়, হামাস তিনটি অজ্ঞাতপরিচয় মৃতদেহ ইসরায়েলে হস্তান্তর করেছে, যা তারা পরবর্তীতে স্থানান্তর করে। তবে ইসরায়েলি গণমাধ্যমের দাবি, এসব দেহ কোনো বন্দির নয়।
গাজার সাধারণ মানুষ বলছেন, তারা আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে ফেরার আতঙ্কে দিন কাটাচ্ছেন। শহরজুড়ে এখনো খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলমান থাকলেও মাটিতে শান্তির কোনো বাস্তব চিহ্ন দেখা যাচ্ছে না।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, আর গাজার মানুষ ভয় পাচ্ছেন—যে কোনো মুহূর্তে পুরোপুরি যুদ্ধ আবার শুরু হতে পারে।