জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাসী নয়।”
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াতে ইসলামীর আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বিগত সরকারগুলোর সময়ে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত-শিবির সবসময় জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে আসছে। এই ধারা অব্যাহত রাখতে আমরা জনবান্ধব নেতৃত্ব তৈরি করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “যারা নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রের সত্যিকারের চেতনায় বিশ্বাস করে না। কারণ, জনগণের মতামত যাচাইয়ের সবচেয়ে শক্তিশালী উপায়ই হচ্ছে গণভোট।”
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “মানুষের মতো দেশেরও চিকিৎসা দরকার। দীর্ঘদিন ধরে রাষ্ট্রের নানা অঙ্গপ্রত্যঙ্গ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এখন সময় এসেছে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও সুশাসন প্রতিষ্ঠার।”
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ে ভোটযুদ্ধে অংশ নেবে।
জনগণের ভোটের সঠিক মূল্যায়নে “পিআর (Proportional Representation)” পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেন অধ্যাপক মুজিবুর রহমান।
তার ভাষায়, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালোটাকা ও পেশীশক্তির প্রভাব কমে যাবে। ভোট ডাকাতি বন্ধের একমাত্র উপায় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন।”
জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের প্রস্তাবকে তিনি অবাস্তব ও অকার্যকর বলে অভিহিত করেন।
তিনি বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না। জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত করতে হলে গণভোট আলাদা দিনে আয়োজন করতে হবে।”