বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, তা অবশেষে কেটে যাবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, বাংলাদেশের মানুষ কখনও পরাজয় স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) গণসংহতি আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
“আমাদের সবসময় মনে রাখতে হবে—এই দেশ আমাদের, এই মানুষ আমাদের। ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন দল থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ওপর যে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, তা রুখে দিতে হবে।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, তবে জনগণের ঐক্য ও সাহসের মাধ্যমে এই অচলাবস্থা দূর করা সম্ভব।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন,
“যা হওয়ার হয়ে গেছে, এখন প্রয়োজন সমস্যার সমাধান। সবাইকে নিয়ে নির্বাচনমুখী হতে হবে, জনগণের কল্যাণের জন্য একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও যোগ করেন,
“অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও আমরা ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু সরকার ও ঐকমত্য কমিশন নিজেদের যে সমস্যায় ফেলেছে, সেখান থেকে তাদেরই বেরিয়ে আসতে হবে।”
মির্জা ফখরুল বলেন,
“বাংলাদেশের মানুষ মুক্তিকামী। তারা কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। জনগণের শক্তিই এই সংকটের একমাত্র সমাধান।”
তিনি সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে আহ্বান জানান—গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে।