ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করা শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মিছিল শুরু হয়।
মিছিলটি প্রেস ক্লাব এলাকা ছাড়িয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিলে অংশ নেওয়া শিক্ষকরা চারদিকে ছত্রভঙ্গ হয়ে পড়েন।
মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শামসুল আলম। উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
মাদ্রাসা শিক্ষকরা বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি—ইবতেদায়ি শিক্ষা কার্যক্রমকে জাতীয়করণ করতে হবে। কিন্তু সরকার আশ্বাস দিলেও কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। তাই আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে যাচ্ছিলাম।”
তবে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইবতেদায়ি শিক্ষকদের এই আন্দোলন কয়েক মাস ধরেই চলমান। তারা সরকারি প্রাথমিক শিক্ষকদের মতো সুবিধা ও জাতীয়করণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন