দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা রজনীকান্ত ও ধানুষের বাড়িতে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইজুড়ে ছড়িয়ে পড়ে তোলপাড়। সোমবার (২৭ অক্টোবর) তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের ইমেইলে আসে এক বেনামি হুমকির বার্তা—যেখানে দাবি করা হয়, দুই তারকার বাড়িতে বোমা রাখা হয়েছে।
ঘটনার পরই চেন্নাই পুলিশ রজনীকান্ত ও ধানুষের বাসভবনের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়। বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। কয়েক ঘণ্টার অভিযান শেষে পুলিশ জানায়, হুমকির বার্তাটি সম্পূর্ণ ভুয়া—এটি একটি ‘হোয়াক্স মেল’ বা সাইবার প্রতারণা।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তামিল চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা একই ধরনের ভুয়া হুমকির শিকার হয়েছেন। এর আগে অভিনেত্রী তৃষা কৃষ্ণন, সুরকার ইল্লাইরাজা এবং জনপ্রিয় নায়ক বিজয়ের বিরুদ্ধেও এমন মেইল আসে। এবার সেই তালিকায় যুক্ত হলেন রজনীকান্ত, ধানুষ এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাই।
তদন্তকারীরা বলছেন, এই মেইলগুলোর পেছনে একটি সাইবার অপরাধচক্র জড়িত থাকতে পারে, যারা ইচ্ছাকৃতভাবে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে সাইবার সেল গভীরভাবে অনুসন্ধান শুরু করেছে