দেশের বাজারে আবারও বড় ধাক্কা খেল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় তেজাবি স্বর্ণের দরপতনের কারণে দেশে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দামের তালিকা অনুযায়ী —
২২ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৩,৮০৯ টাকা
২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৮৫,০০৩ টাকা
১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৫৮,৫৭২ টাকা
সনাতন পদ্ধতির ভরি: ১,৩১,৬২৮ টাকা
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold) দাম কমে যাওয়ায় সার্বিকভাবে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও জানানো হয়।
এর আগে, সর্বশেষ ২৭ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩,৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২,০৪,২৮৩ টাকা।
এ নিয়ে চলতি বছর মোট ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে — এর মধ্যে ৪৮ বার বেড়েছে, আর ২২ বার কমেছে।
গত বছর (২০২৪ সালে) স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল, আর ২৭ বার কমেছিল।
অন্যদিকে, স্বর্ণের দামে বড় পতন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে —
২২ ক্যারেট রুপার ভরি: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ২,৬০১ টাকা
চলতি বছর এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে — বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার। গত বছর এটি সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।