ইসরাইলের অর্ধেকেরও বেশি নাগরিক মনে করেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। শুক্রবার (২৪ অক্টোবর) ইসরাইলের চ্যানেল ১২ টেলিভিশনের এক জরিপে দেখা যায়, ৫২ শতাংশ ইসরাইলি নাগরিক নেতানিয়াহুর প্রার্থিতার বিপক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ৪১ শতাংশ বলেছে, তিনি প্রার্থী হতে পারেন, আর ৭ শতাংশ এখনো অনিশ্চিত।
নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান—এমন প্রশ্নে অধিকাংশই (৪৮%) নিশ্চিত উত্তর দিতে পারেননি। তবে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন (১০%), এরপর মন্ত্রী রন ডারমার (৯%), প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ (৮%), এবং বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন (৭%)।
অন্যদিকে, নেতানিয়াহুবিরোধী জোটের নেতৃত্বে ৪৪ শতাংশ ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে দেখতে চান। তার পরেই আছেন ইয়ায়ির লাপিদ (১৬%), ইয়ার গোলান ও গাদি আইজেনকট (প্রত্যেকে ১১%), এবং আভিগদোর লিবারম্যান (১০%)।
ইতিমধ্যে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে তিনি ২০২৬ সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে চান। ১৮ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই ডানপন্থি নেতা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন।