অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে বিএনপি ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। বিশেষ করে মনোনয়ন প্রক্রিয়া ঘিরে এখন দলজুড়ে উত্তেজনা চরমে।
সারা দেশে একেক আসনে চার থেকে পাঁচজন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী থাকায় বেশ কয়েকটি এলাকায় সংঘাতমুখী পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানীর বাইরে অনেক আসনে মনোনয়ন নিশ্চিত করতে চলছে প্রবল দৌড়ঝাঁপ।
তবে ঢাকার সম্ভাব্য প্রার্থীরা তুলনামূলক সতর্ক ও কৌশলী। তারা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়িয়ে স্থানীয়ভাবে জনগণের মন জয় ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে মনোযোগী হয়েছেন। যেমন ঢাকা-১৮ আসনে সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ আফাজ উদ্দিন জানান,
“এলাকার মানুষ চান একজন পরিচ্ছন্ন প্রার্থী। তাই বিএনপির ভাবমূর্তি রক্ষায় কাজ করছি।”
অন্যদিকে একই আসনের আরেক প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“যে বিএনপিকে ভালোবাসে, সে দলের সিদ্ধান্তকেও ভালোবাসবে। তারেক রহমানz যাকে মনোনয়ন দেবেন, সবাই তার পক্ষেই কাজ করবে।”
রাজধানীর বাইরের চিত্র আরও জটিল। নেত্রকোনা-৩ আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দশেরও বেশি, যেখানে প্রত্যেকে নিজেকে যোগ্য প্রার্থী দাবি করছেন। মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম বলেন,
“এইবার বিতর্কিত কাউকে মনোনয়ন দিয়ে তারেক রহমান কোনো ঝুঁকি নেবেন না।”
একই আসনের ড. রফিকুল ইসলাম হিলালী জানান,
“দল যাকে যোগ্য মনে করবে, তার হয়েই আমরা কাজ করব।”
মনোনয়ন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বও এবার খুব সতর্ক। শীর্ষ পর্যায়ে প্রার্থীদের নিয়ে সাক্ষাৎকার ও মূল্যায়ন চলছে, যাতে তৃণমূলের দ্বন্দ্ব এড়ানো যায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় সব আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছেন। আশা করছি এই মাসের মধ্যেই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।”
আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন,
“প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছি এবং তারেক রহমানের সঙ্গে পরামর্শ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তারাই অগ্রাধিকার পাবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, এবার তফসিল ঘোষণার আগেই অন্তত ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। কিছু নির্বাচনী এলাকায় বিরোধহীন প্রার্থীদের সরাসরি ফোন করে মনোনয়ন নিশ্চিত করছেন তারেক রহমান।