দেশের ক্রিকেটে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শনিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এবারের আসর দিয়ে টুর্নামেন্টে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে—প্রথমবারের মতো অংশ নিচ্ছে নবগঠিত ময়মনসিংহ বিভাগ।
গত আসরের রানার্সআপ ঢাকা মেট্রোকে বিলুপ্ত ঘোষণা করার পর নতুন দল হিসেবে সুযোগ পেয়েছে ময়মনসিংহ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক সিলেট বিভাগের। সকাল ১০টা থেকেই শুরু হবে খেলা।
ময়মনসিংহ দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ শুভাগত হোম, সহঅধিনায়ক আবদুল মজিদ। দলে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনি।
জাতীয় দলের খেলা চলায় বেশ কয়েকটি বিভাগীয় দল তাদের কয়েকজন তারকাকে রিজার্ভে রেখেছে।
তবে দলগুলোতে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণে তৈরি হয়েছে ভারসাম্যপূর্ণ স্কোয়াড।
এবারের দলগুলো: ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ।
এনসিএলের ২৭তম আসর ঘিরে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।