গাজা উপত্যকার উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক ডজনে।
গাজার ফিলিস্তিনিরা আল জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণা হলেও বাস্তবে তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি, কারণ ইসরায়েল মাঝে মাঝে হামলা চালাচ্ছে এবং মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে বলেন, “যুদ্ধবিরতি বজায় রাখা সহজ নয়, তবে যুক্তরাষ্ট্র আশাবাদী এটি টিকে থাকবে।”
গত রাতে হামাস দুই ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে—এর মধ্যে একজন সৈনিক ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন। ইসরায়েলি সরকার তাদের পরিচয় নিশ্চিত করেছে।
জাতিসংঘ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অন্তত ৬৮,২২৯ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের আক্রমণে নিহত হয় ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।