দেশজুড়ে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। নতুন নির্দেশনায় সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং শিক্ষা অফিসের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অফিস বা ক্লাসরুম ত্যাগের আগে বিদ্যুৎ সংযোগ ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস বা ক্লাস শেষে প্রতিটি কক্ষের লাইট, ফ্যান, কম্পিউটারসহ সব বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখতে হবে এবং এয়ার কন্ডিশনারের প্লাগ খুলে রাখতে হবে।
নির্দেশনাটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। এরপর চট্টগ্রাম ইপিজেড ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি হয়। এসব ঘটনার পরেই শিক্ষাপ্রতিষ্ঠানে এই জরুরি সতর্কতা জারি করা হলো।