1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

সালমান শাহর অপমৃত্যুর মামলা এখন হত্যা মামলা: আদালতের নির্দেশ

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৩ Time View

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটি এখন থেকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মৃত্যুর ২৯ বছর পর এলো এই ঐতিহাসিক রায়।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সালমান শাহর মা’য়ের রিভিশন আবেদন মঞ্জুর করে, তার বাবা কমর উদ্দিনের অভিযোগ ও অভিযুক্ত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় এই অভিনেতাকে। প্রথমে বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করা হলেও সালমানের পরিবার শুরু থেকেই হত্যার অভিযোগে তদন্তের দাবি জানিয়ে আসছিল।

বছরের পর বছর ধরে বিভিন্ন সংস্থা তদন্ত করে আত্মহত্যার রিপোর্ট দিলেও সালমান শাহর পরিবার বারবার আপত্তি তোলে। ২০২১ সালে পিবিআইয়ের প্রতিবেদনেও আত্মহত্যা বলা হলেও, পরিবার রিভিশন আবেদন করে।

অবশেষে আদালত ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনর্গঠন করার নির্দেশ দেন, যা ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss