1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৪ Time View

জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াতের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা।

রোববার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

তিনি লেখেন, ভোটের প্রমাণভিত্তিক পিআর পদ্ধতির মাধ্যমে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার দাবি সাংবিধানিক নিরাপত্তার রূপে উপস্থাপিত হলেও, জামায়াত ও তার সহযোগীরা এই এজেন্ডাকে নিজেদের স্বার্থে কৌশলগত পিআর ইস্যুতে পরিণত করেছে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তার ও জনমত প্রভাবিত করা।

নাহিদ আরও বলেন, জুলাই উত্থানের আগে-পরে জামায়াত কখনোই সংস্কার সংলাপে অংশ নেয়নি। তারা কোনো মৌলিক প্রস্তাব বা সাংবিধানিক অবস্থান দেয়নি। তাদের আকস্মিক সমর্থন ছিল বিশ্বাস বা আদর্শ নয়, বরং রাজনৈতিক ছদ্মবেশধারী হস্তক্ষেপের অংশ।

তিনি আরও উল্লেখ করেন, এখন বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। তারা আর কখনো ভ্রান্ত সংস্কারবাদী বা কৌশলগত রাজনৈতিক খেলোয়াড়দের দ্বারা প্রতারিত হবে না।
তার মতে, সৃষ্টিকর্তা ও এই দেশের সার্বভৌম জনগণ কখনোই অসৎ, সুযোগসন্ধানী এবং নৈতিকভাবে দুর্বল শক্তিকে শাসনের ক্ষমতা দেবে না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss