জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সত্যিকারের জুলাই যোদ্ধারা তাতে জড়িত থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“জুলাই সনদ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু ছাত্র নামধারী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদীরাও অনুপ্রবেশ করতে পারে। তবে প্রকৃত জুলাই যোদ্ধারা কখনও এ ধরনের অপকর্মে জড়িত নয়।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন,
“দলগুলোর ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের মাধ্যমেই ছাত্র গণঅভ্যুত্থান ঘটেছে, যা আমাদের জাতীয় জীবনের একটি গর্বের অধ্যায়। এর সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠনকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি—তাদের বিতর্কিত করার নয়।”
তিনি দাবি করেন, বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো প্রয়াস সফল হবে না। একই সঙ্গে ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে তিনি স্বাগত জানান।
বিএনপির এই নেতা বলেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া অনেক ঘটনা একই সূত্রে গাঁথা, এবং কেউ কেউ ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলকে বিএনপির বক্তব্য বিকৃত বা অপব্যাখ্যা না করার আহ্বান জানান।