1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪ Time View

আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার অবশেষে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে প্রদানের অনুমোদন দিয়েছে। রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়,

“সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হলো।”

এই সিদ্ধান্ত নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক নেতারা ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং অনশনসহ চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 বিভিন্ন পদের নতুন বাড়িভাড়া ভাতা (৫%)

পদবী মূল বেতন ৫% হারে বাড়িভাড়া কার্যকর ভাতা
অধ্যক্ষ (গ্রেড ৪) ৫০,০০০ টাকা ২,৫০০ টাকা ২,৫০০ টাকা
উপাধ্যক্ষ (গ্রেড ৫) ৪৩,০০০ টাকা ২,১৫০ টাকা ২,১৫০ টাকা
সহকারী অধ্যাপক (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকা ১,৭৭৫ টাকা ২,০০০ টাকা
প্রভাষক (গ্রেড ৯) ২২,০০০ টাকা ১,১০০ টাকা ২,০০০ টাকা
সহকারী শিক্ষক (গ্রেড ১০-১১) ১২,৫০০–১৬,০০০ টাকা ৬২৫–৮০০ টাকা ২,০০০ টাকা
অফিস সহকারী/ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১৬) ৯,৩০০ টাকা ৪৬৫ টাকা ২,০০০ টাকা
ঝাড়ুদার/পিয়ন/আয়া (গ্রেড ২০) ৮,২৫০ টাকা ৪১২.৫০ টাকা ২,০০০ টাকা
অর্থাৎ, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়া অন্য কেউ ২,০০০ টাকার বেশি ভাতা পাবেন না।

এই সিদ্ধান্তে শিক্ষক সমাজে অসন্তোষ বিরাজ করছে, কারণ তারা দীর্ঘদিন ধরে ন্যায্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss