বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব। জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর-আইনক্স আয়োজন করেছে এই উৎসবের, যা শাহরুখের দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারকে নতুনভাবে উদযাপন করবে।
আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার আগেই, ৩১ অক্টোবর থেকে ভারতের ৩০টি শহরের ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের একের পর এক সুপারহিট সিনেমা। উৎসবে স্থান পেয়েছে দর্শকপ্রিয় ছবিগুলো — ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’।
চলতি বছরটিও শাহরুখের জন্য সাফল্যময়। ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার অর্জন, ছেলে আরিয়ানের নতুন প্রজেক্ট এবং মেয়ে সুহানা খানের আসন্ন সিনেমা ‘কিং’ — সব মিলিয়ে তার জীবনের এই পর্যায়টি হয়ে উঠেছে উৎসবমুখর।