রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে এসে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে টানাপোড়েন চরমে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নিবন্ধন প্রক্রিয়া প্রায় শেষ হলেও দলটি শাপলা প্রতীক ছাড়া অন্য কিছু বিবেচনা করতে নারাজ।
গত জুনে নিবন্ধনের সময় এনসিপি ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’—এই তিন প্রতীক চেয়েছিল। পরবর্তীতে দুই প্রতীক থেকে সরে এসে শাপলাকেই একমাত্র দাবিতে রাখে দলটি। কিন্তু ইসি জানায়, বিধিমালার তালিকায় শাপলা না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
৭ অক্টোবর এনসিপি প্রতীকের সাতটি নমুনাচিত্র পাঠালেও কমিশন তা গ্রহণ করেনি। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববারের মধ্যে বিদ্যমান তালিকা থেকে প্রতীক বেছে না নিলে কমিশন নিজ বিবেচনায় প্রতীক নির্ধারণ করবে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,
“ইসি কোনো আইনি ব্যাখ্যা না দিয়েই আমাদের ওপর প্রতীক চাপিয়ে দিতে চাইছে। এটা স্বেচ্ছাচারী আচরণ। আমরা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেব না।”
তিনি আরও জানান, “শাপলার ভেতরেই আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় নিহিত। বিকল্প কিছু খুঁজতে চাই না।”
উল্লেখ্য, নাগরিক ঐক্যও এর আগে শাপলা প্রতীক চেয়েছিল, তবে ইসি তাদের আবেদন খারিজ করে দেয়। এনসিপি এখন দাবি করছে, তারা শাপলার জন্য শেষ পর্যন্ত লড়বে—‘শাপলা বা কিছুই নয়।’