পর্তুগালে পার্লামেন্টে জনসমক্ষে নিকাব ও বোরকা পরা নিষিদ্ধ করার একটি বিল পাস হয়েছে। অতি-ডানপন্থি চেগা পার্টি বিলটি উত্থাপন করে মুসলিম নারীদের বোরকা ও নিকাব ব্যবহারের উপর নজর রাখার উদ্দেশ্যে। বিল অনুযায়ী, জনসমক্ষে নিকাব পরলে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা এবং কাউকে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে। তবে বিমান, কূটনৈতিক প্রাঙ্গণ এবং উপাসনালয়ে নিকাব পরার অনুমতি থাকবে।
এখন বিলটি সাংবিধানিক বিষয়-সম্পর্কিত কমিটিতে পর্যালোচনা হবে। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা বিলটিতে ভোট দিতে পারেন অথবা সাংবিধানিক আদালতে পাঠিয়ে যাচাই-বাছাই করতে পারেন। বিলটি কার্যকর হলে পর্তুগাল ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মতো ইউরোপের দেশগুলোর সঙ্গে নাম লেখাবে, যারা জনসমক্ষে নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
চেগা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা বলেছেন, “আমরা আজ সংসদের নারী সদস্যদের, আপনার কন্যাদের, আমাদের কন্যাদের এই দেশে একদিন বোরকা ব্যবহার করা থেকে রক্ষা করছি। এটি গণতন্ত্র, মূল্যবোধ ও নারী অধিকার রক্ষার জন্য একটি ঐতিহাসিক দিন।”