রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের সক্রিয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন তিনি। আলোচনায় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানান, যার বিনিময়ে ইউক্রেনে মার্কিন ড্রোন উৎপাদনের প্রস্তাব দেন তিনি।
ট্রাম্প ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে দ্বিধা প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপ মস্কোকে উসকানিমূলক বার্তা দিতে পারে এবং যুদ্ধকে আরও জটিল করতে পারে। তার ভাষায়, “আমাদেরও টমাহক দরকার। আমরা এমন কিছু দিতে চাই না যা আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য জরুরি। আমি চাই এই যুদ্ধ শেষ হোক।”
বৈঠক শেষে ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, জেলেনস্কির সঙ্গে বৈঠক ছিল “আন্তরিক ও ফলপ্রসূ”। তিনি আরও জানান, যেমনটি পুতিনকেও বলেছেন, এখন “খুনোখুনি বন্ধের সময়, চুক্তি করে ফেলো।”
অন্যদিকে, জেলেনস্কি জানান যে, ট্রাম্পের সঙ্গে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে, তবে জনসমক্ষে কিছু না বলার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছেন যাতে মস্কোর সঙ্গে নতুন উত্তেজনা না তৈরি হয়।
এদিকে, এর আগের দিন ট্রাম্প দুই ঘণ্টা ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন এবং ঘোষণা দেন, বুদাপেস্টে শিগগিরই একটি নতুন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেন উভয়েই যুদ্ধ শেষ করতে চায়, এখন দরকার কেবল “দুই নেতার সমঝোতা।”