ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক প্রধান মুহাম্মদ আবদ আল-ঘামারি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে হুতিরা জানায়, দায়িত্ব পালনের সময় তিনি নিহত হন।
রয়টার্স জানায়, হুতিরা সরাসরি ইসরাইলকে দায়ী না করলেও জানায় যে, সংঘাত এখানেই শেষ নয়—ইসরাইল তাদের ‘অপরাধের প্রতিশোধমূলক জবাব’ পাবে। গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় হুতির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ওপর ইসরাইল বিমান হামলা চালায়। ওই হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভিসহ কয়েকজন মন্ত্রী নিহত হন।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ নিশ্চিত করেছেন, ঘামারি ছিল তাদের হামলার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “ভবিষ্যতেও যেকোনো হুমকির বিরুদ্ধে আমরা একই ব্যবস্থা নেব।”
ঘামারি ছিলেন হুতির ‘জিহাদ অফিস’-এর সদস্য, যা গোষ্ঠীর সামরিক অভিযান তদারকি করে।
গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে হুতিরা ইসরাইলের দিকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যার জবাবে ইসরাইলও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় পাল্টা হামলা চালাচ্ছে।
হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি সম্প্রতি বলেছেন, গাজা যুদ্ধবিরতির শর্ত ইসরাইল মানছে কিনা তা তারা পর্যবেক্ষণ করছে, এবং লঙ্ঘন হলে আবারও প্রতিক্রিয়া জানাবে।