ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। কিছুদিন আগেই নিজে ঘোষণা দিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের, এরপর থেকে আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে হঠাৎ করেই নিজের ফেসবুকে রাকিব ও সন্তানকে নিয়ে দুটি ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সবাইকে।
এই ব্যক্তিগত সুখবরের সঙ্গে মাহি দিয়েছেন পেশাগত আরেকটি বড় ঘোষণা—নতুন সিনেমা ‘অন্তর্যামী’-এর মাধ্যমে ফিরছেন তিনি একেবারে নতুন রূপে। সৈকত নাসির পরিচালিত এই সিনেমাটি হবে একটি লেডি অ্যাকশন ফিল্ম, যেখানে কোনো প্রচলিত নায়ক থাকছে না। পুরো অ্যাকশনের ভার একাই সামলাবেন মাহি।
নায়িকার ভাষায়, “‘অন্তর্যামী’ আমার সুপারহিট সিনেমা ‘অগ্নি–২’-এর পরের গল্প হলেও এটি ‘অগ্নি’র সিক্যুয়েল নয়। ‘অগ্নি’ ছিল প্রতিশোধের গল্প, আর ‘অন্তর্যামী’ হলো জীবন সংগ্রামে টিকে থাকার গল্প।”
সিনেমাটি প্রযোজনা করছে দেশের শীর্ষ প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি।