বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন, তিনি এখনও বিশ্ব ক্রিকেটে তুমুল চাহিদাসম্পন্ন এক তারকা। কানাডা সুপার সিক্সটিতে রানার্স আপ হওয়ার পরই নতুন মঞ্চে নাম লেখালেন তিনি — একদিনেই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে!
আবুধাবি টি-১০ লিগে এবার রয়্যাল চ্যাম্পসের হয়ে মাঠে নামবেন সাকিব। এই দলে আছেন জেসন রয় ও অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ নভেম্বর।
একই দিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তেও খেলার ঘোষণা দিয়েছেন তিনি। হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন সাকিব, যেখানে সঙ্গী থাকবেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল ও ইমরান তাহিরদের মতো তারকারা। এই লিগটি যুক্তরাষ্ট্রে ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত।
এছাড়াও ভারতের শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ অক্টোবর এবং চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এই লিগে অংশ নেবেন ক্রিস গেইল ও শন মার্শের মতো ক্রিকেটাররাও।
জাতীয় দলের বাইরে থাকলেও সাকিবের ফ্র্যাঞ্চাইজি ব্যস্ততা থামছেই না—পিএসএল, সিপিএল, জিএসএল থেকে শুরু করে কানাডা ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ—সবখানেই তার উপস্থিতি চোখে পড়ছে।