গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে তুরস্ক থেকে রওনা দিয়েছে ১৭তম ‘গুডনেস শিপ’। দেশটির মেরসিন বন্দর থেকে যাত্রা করা জাহাজটি ৯০০ টন ত্রাণসামগ্রী নিয়ে মিশর হয়ে পৌঁছাবে গাজার কেরেম আবু সালেম সীমান্তে।
দুই বছর ধরে চলমান হামাস-ইসরাইল সংঘাতের সময় তুরস্ক এখন পর্যন্ত ১৬টি জাহাজ ও ১৪টি বিমানযোগে গাজায় ত্রাণ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরিকল্পনা কার্যকর হওয়ার পর এবারই প্রথম ১৭তম জাহাজটি পাঠানো হলো।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময়, তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) ও মিশরীয় রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে জাহাজটি গাজার উদ্দেশে রওনা দেয়। এতে অংশ নেয় প্রায় ১৭টি বেসরকারি সংস্থা, যারা খাদ্য, টিনজাত খাবার, শিশু খাদ্যসহ নানা প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে।
AFAD কর্তৃপক্ষ জানায়, “আজ আমাদের জাহাজ গাজার পথে। ৯০০ টন খাদ্য, টিনজাত পণ্য ও শিশু খাদ্যবাহী এই জাহাজ ইনশাআল্লাহ খুব শিগগিরই মিশর হয়ে গাজায় পৌঁছাবে।”
এল-আরিশ বন্দর থেকে সরাসরি কেরেম আবু সালেম সীমান্তে পৌঁছাবে এই সহায়তা, যা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের খাদ্য ও শিশুস্বাস্থ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির পর এই ‘গুডনেস শিপ’ শুধু মানবিক সহায়তা নয়, বরং আশার প্রতীক হয়ে গাজার মানুষের পাশে দাঁড়াচ্ছে।