জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা ও অনুবাদক রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার বড় ছেলে রাহিদ হাসান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রকিব হাসান। কিডনি বিকল হয়ে যাওয়ায় তিনি নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেওয়া রকিব হাসানের শৈশব কেটেছে ফেনীতে। সাহিত্যচর্চার শুরু থেকেই কিশোরদের জন্য রোমাঞ্চকর গল্প লেখায় আগ্রহী ছিলেন তিনি। অনুবাদ ও মৌলিক গল্পের সমন্বয়ে তৈরি ‘তিন গোয়েন্দা’ সিরিজ তাকে এনে দেয় অমর জনপ্রিয়তা।
তার স্বনামে প্রথম প্রকাশিত অনুবাদগ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ এশার নামাজের পর রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।