নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে স্বর্ণা ও শারমিন আক্তারের ফিফটির সাহায্যে।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপট্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচ শুরু হয়।
ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি ৫৩ রান যোগ করে। রুবাই হায়দার ২৫ রানে আউট। ফারজানা হক ধীরে ধীরে দলকে এগিয়ে নেন, কিন্তু ৭৬ বলে ৩০ রানে আউট হন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪২ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন। শারমিন আক্তার ৭৭ বলে অর্ধশতক করে রান আউট হন। শেষের দিকে স্বর্ণা আক্তার ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে। বর্তমানে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।