ইসরায়েল-ফিলিস্তিনের বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতির ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হলো বিশ্ব। চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত ১৫৪ জন ফিলিস্তিনিকে মিশরে পাঠানো হয়েছে, জানিয়েছে প্রিজনার্স মিডিয়া অফিস। খবর—আলজাজিরা।
এক বিবৃতিতে জানানো হয়েছে, এই বন্দিরা ‘ফ্রি ফ্লাড–৩’ চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন, যা গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় প্রক্রিয়ার অংশ।
চলমান বন্দিবিনিময় চুক্তির অধীনে গাজা থেকেও ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্ত করা হয়েছে।
এর মধ্যে প্রথম ধাপে ৭ জন এবং দ্বিতীয় ধাপে আরও ১৩ জন ইসরায়েলিকে রেড ক্রসের তত্ত্বাবধানে মুক্তি দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।