মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেনে টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা বিবেচনা করছেন। তিনি বলেন, এটি রাশিয়ার সাথে যুদ্ধে “আগ্রাসনের একটি নতুন পদক্ষেপ” হিসেবে কাজ করবে।
ট্রাম্প বলেন, ইউক্রেনের অনুরোধ মেনে টমাহক পাঠানো হতে পারে, তবে রাশিয়ার সাথে কথা বলার পর সিদ্ধান্ত নেবেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “যদি যুদ্ধের মীমাংসা না হয়, তাহলে আমরা হয়তো টমাহক পাঠাতে পারি।”
টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার (১,৫০০ মাইল) পর্যন্ত, যা রাশিয়ার শহরগুলোকে ইউক্রেনের নাগালের মধ্যে রাখবে। চলতি সপ্তাহে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ফোনালাপের পর এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।
মস্কো ইতিমধ্যে সতর্ক করেছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ সংঘাতের তীব্রতা বাড়াবে এবং মার্কিন-রাশিয়ান সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করবে। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলেছে, বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।