বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আজ শনিবার (১১ অক্টোবর) উদ্যাপন করছেন তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে একমাত্র ছেলে আব্রাম খান জয়–এর সঙ্গে মধ্যরাতে জন্মদিনের মুহূর্ত কাটান তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মা-ছেলের একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন অপু। ভিডিওতে দেখা যায়, দুজনেই সাদা পোশাকে ম্যাচিং করে জন্মদিন উদ্যাপন করছেন। সোফার টেবিলে বেগুনি রঙের কেক, পাশে ছোট্ট জয় মিষ্টি কণ্ঠে বলে ওঠে— “মম, হ্যাপি বার্থ ডে।” ছেলের মুখে এমন ভালোবাসা শুনে হাসিতে মুখ ভরে ওঠে মা অপুর।
মোমবাতি নিভানো আর কেক কাটার দৃশ্যের মধ্য দিয়ে প্রকাশ পায় মা-ছেলের অনন্য বন্ধন। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, মন্তব্যের বন্যায় ভরে ওঠে কমেন্টবক্স। ভক্তরা শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসিয়ে দেন প্রিয় তারকাকে।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। তাঁর পারিবারিক নাম অবন্তী বিশ্বাস, তবে চলচ্চিত্রে পরিচিত হন অপু বিশ্বাস নামে। ২০০৮ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন তিনি। দীর্ঘ আট বছর পর, ২০১৬ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু, আর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে দুজনের।