প্রথম ওয়ানডেতেই আফগানিস্তান সহজ জয়ে এগিয়ে গেছে একধাপ। বাংলাদেশকে ২২১ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটে জয় পায় আফগানরা, যা আজকের ম্যাচে লাল-সবুজ শিবিরের জন্য বয়ে এনেছে সিরিজ হারার শঙ্কা। আফগানিস্তানের টানা দুই সিরিজ জয় এবং বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি ১৯ মাস আগের—সব মিলিয়ে চাপটা বেশ ভারী মেহেদি মিরাজদের ওপর।
গত এক বছরে বাংলাদেশ জিতেছে মাত্র ২টি ওয়ানডে, আর অধিনায়ক মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ৮ ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে। তাই আজকের ম্যাচটা এক কথায় “ডু অর ডাই”। প্রথম ম্যাচে দুই স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। আবু ধাবির মন্থর উইকেটে এবার বাড়তি স্পিনার নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
আজ দলে ফিরছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান, তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসতে হতে পারে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে।
তবে শুধু একাদশে পরিবর্তন নয়, অধিনায়ক মিরাজের ব্যাটিং অ্যাপ্রোচেও পরিবর্তন আনতে হবে—বিশেষ করে ডট বল কমিয়ে রানিং বিটুইন দ্য উইকেটের দিকে নজর দিতে হবে। সাদা বলের ক্রিকেটে এই সমস্যা নতুন নয়, কিন্তু আজ সিরিজ বাঁচাতে এটিই হতে পারে মূল অস্ত্র।
এদিকে নাঈম শেখও দলে যোগ দিয়েছেন ভিসা জটিলতা কাটিয়ে, যদিও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা খুবই কম।