ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিনা মূল্যে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করবে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এক ডোজ টিকা পাবেন।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, ২,০৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬৬টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। সেবা কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সার্টিফাইড এবং ৩-৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে।
এর আগে দেশের অন্যান্য অঞ্চলের জন্যও ৫ কোটি শিশু ও কিশোর-কিশোরীকে বিনা মূল্যে টাইফয়েড টিকা প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথম ১০ দিন হবে বিদ্যালয়ভিত্তিক ক্যাম্প, পরবর্তী ৮ দিন টিকাদান কেন্দ্রে। টিকাগুলো গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সরবরাহ এবং ভারতের তৈরি।
Leave a Reply