ইন্টার মায়ামির জার্সিতে আরও এক বিদায়ের সুর—স্প্যানিশ তারকা জর্দি আলবা ঘোষণা দিলেন তার ফুটবল জীবনের ইতি টানার। দিন কয়েক আগেই একই দলের হয়ে খেলতে থাকা সার্জিও বুসকেটস অবসরের ঘোষণা দিয়েছিলেন। এবার তার পদাঙ্ক অনুসরণ করলেন আলবা।
মঙ্গলবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে আলবা লিখেছেন—
“সময় এসেছে আমার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ অধ্যায়ের ইতি টানার। এই মৌসুম শেষে আমার পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। পূর্ণ আত্মবিশ্বাস, শান্তি এবং আনন্দের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।”
৩৬ বছর বয়সী এই লেফটব্যাক স্পেনের হয়ে ২০১২ সালের ইউরো জয়ী দলের সদস্য ছিলেন। একই বছর বার্সেলোনায় যোগ দেন এবং ক্লাবটির হয়ে এক দশকেরও বেশি সময় মাঠ মাতান। তার শিরোপা তালিকা যেন সাফল্যের ইতিহাস—
৬ বার লা লিগা চ্যাম্পিয়ন, ১ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়, ৫ বার কোপা দেল রে, ৪ বার স্প্যানিশ সুপার কাপ, ১ বার করে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে তিনি ইন্টার মায়ামিতে যোগ দেন, যেখানে আগেই যুক্ত হয়েছিলেন তার সাবেক সতীর্থরা—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, এবং বুসকেটস। স্পেনের হয়ে আলবা জাতীয় দলের জার্সিতে ৯৩ ম্যাচে ৯ গোল করেছেন।
প্রিয় সতীর্থের এই বিদায়ে আবেগাপ্লুত মেসি লিখেছেন—
“জর্দি, ধন্যবাদ তোমাকে। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে থাকার পর, বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে… তুমি আমাকে যত অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য! এখন আমার পাসগুলো ফিরিয়ে দেবে কে?”
দীর্ঘ এক যুগের বন্ধুত্ব, অসংখ্য স্মৃতি আর মাঠের সোনালি মুহূর্তগুলো এখন রয়ে গেল ইতিহাসের পাতায়।
Leave a Reply