1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

সময় বাকি মাত্র ৪ দিন, এখন পর্যন্ত হজে নিবন্ধন করেছেন ৭,৯২১ জন

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে আগামী ১২ অক্টোবর। তবে এখন পর্যন্ত মাত্র ৭,৯২১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী—
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন: ১,৯৯৩ জন
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন: ৫,৯২৮ জন

চলতি বছরের ২৭ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। সময়মতো নিবন্ধন না করলে হজ পালনে অনিশ্চয়তা তৈরি হতে পারে।”

এ বছর সরকারি হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে।
গত বছর যেখানে ভাড়া ছিল ১,৬৭,৮২০ টাকা, এবার তা কমিয়ে করা হয়েছে ১,৫৪,৮৩০ টাকা।

সরকারি হজ প্যাকেজ ২০২৬

  • প্যাকেজ ০১ (বিশেষ): ৬,৯০,৫৯৭ টাকা

  • প্যাকেজ ০২ (সুলভ): ৫,৫৮,৮৮১ টাকা

  • প্যাকেজ ০৩ (সাশ্রয়ী): ৪,৬৭,১৬৭ টাকা

 বেসরকারি হজ প্যাকেজ

  • সাধারণ প্যাকেজ: ৫,০৯,১৮৫ টাকা
    অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের অফিস অথবা আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
শুধুমাত্র ১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা হজে গমন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss