ইরান যদি নতুন করে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৫ অক্টোবর) ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন।
তেহরানের সম্ভাব্য পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরুর ইঙ্গিত উল্লেখ করে ট্রাম্প বলেন,
“যদি তারা এটি করে, তাহলে আমাদেরও ব্যবস্থা নিতে হবে।”
নাবিকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন,
“তোমরা যদি এটা করতে চাও, ঠিক আছে। তাহলে আমরা-ও ব্যবস্থা নেব, এবং এবার আর দেরি করব না।”
তিনি আরও জানান, গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানে মার্কিন বি-২ বোমারু বিমান ও সাবমেরিন থেকে উৎক্ষেপিত টমাহক ক্ষেপণাস্ত্র ‘নিখুঁতভাবে’ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই অভিযান চালানো হয়েছিল ফোরদো, নাতানজ ও ইসফাহান—ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়।
ট্রাম্প বলেন,
“তারা এক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছিল। আমরা তাদের থামিয়েছি। কিন্তু এখন যদি তারা আবারও শুরু করে, তাহলে আমাদেরও ব্যবস্থা নিতে হবে। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি।”
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
Leave a Reply