অফিশিয়াল দায়িত্বে থাকা অধিনায়ক জাকের আলী অনিক আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ম্যাচ জিতাইনি, সবার ইফোর্টে খেলা জিতেছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি।”
বিদেশের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ করলেও জাকেরের ব্যাটিং পারফরম্যান্স সীমিত ছিল। তবে তিনি ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে বলেছেন, “এই সিরিজ আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমাদের লক্ষ্য সামনের ওয়ানডে সিরিজ, ওয়ার্ল্ডকাপের আগে আরও ৬টি টি-২০ ম্যাচ আমাদের প্রস্তুতি হিসেবে কাজ করবে।”
আগামী ৮ অক্টোবর থেকে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
Leave a Reply