আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে বলেছেন, “আমি ভেবেছিলাম, কারাগার থেকে আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। কিন্তু আমাকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়েছে। এখন কী আমাকেও মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ?”
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডা. দীপু মনি বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে বন্দি রয়েছেন। গত ১৯ আগস্ট সকালে চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাকে পরবর্তী সময়ে রিমান্ডে নেওয়া হয়।
এদিকে একই দিনে লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় অভিযুক্ত সোলায়মান সেলিমকেও গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ২৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনিও সরকার পতনের পর থেকে কারাগারে ছিলেন।
Leave a Reply