কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে তার প্রাক্তন স্ত্রী গুলতেকিন খানের সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই মাঝে লেখকের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজস্ব ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
শনিবার (৫ অক্টোবর) রাতে শাওন শেয়ার করেন হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ থেকে একটি অংশ। বইটির সেই অংশে হুমায়ূন লিখেছিলেন, কীভাবে অসুস্থতার সময় শাওন সামাজিক মাধ্যমে মানসিকভাবে আঘাত পেয়েছিলেন এবং কীভাবে তিনি তাকে সান্ত্বনা দিয়েছিলেন।
শাওনের পোস্টের ওই অংশে হুমায়ূন বলেন,
“পৃথিবীতে মানসিক অসুস্থ অনেক মানুষ। তাদের নিয়ে চিন্তার কিছু নেই। আমরা ভাববো, সুস্থ মানুষদের কথা।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শাওনের পাশে দাঁড়িয়ে সমর্থন জানান, আবার কেউ কেউ গুলতেকিনের পোস্টের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করতে থাকেন।
হুমায়ূন আহমেদের এই বইটি লেখা হয়েছিল যুক্তরাষ্ট্রে তার ক্যানসার চিকিৎসার সময়। এতে লেখক তুলে ধরেছিলেন জীবনের কষ্ট, বিদ্রূপ, এবং মানসিকভাবে বিকৃত মানুষের নির্মমতা। সেই পুরনো কাহিনি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে শাওনের পোস্টের মাধ্যমে।
Leave a Reply