দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে হাজির হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি দলের আসন্ন কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং নিজের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাক্ষাৎকারে দেশে ফেরার প্রশ্নে তারেক রহমান বলেন,
“কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা এতদিন হয়নি। তবে সময় তো এসে গেছে মনে হয়। ইনশাআল্লাহ, দ্রুতই ফিরে আসব।”
কবে নাগাদ দেশে ফিরবেন—এমন প্রশ্নে তিনি সংক্ষিপ্তভাবে বলেন,
“দ্রুতই মনে হয়। দ্রুতই, ইনশাআল্লাহ।”
নির্বাচনের আগেই দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তারেক রহমান বলেন,
“আমি একজন রাজনৈতিক কর্মী। রাজনীতি ও নির্বাচন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের মাঝেই থাকব—ইনশাআল্লাহ।”
দেশে ফেরার পথে নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি জানান,
“বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নানা শঙ্কার কথা শুনেছি। এমনকি সরকারের কিছু ব্যক্তিও বিভিন্ন সময়ে গণমাধ্যমে সেই শঙ্কার ইঙ্গিত দিয়েছেন।”
দীর্ঘ অনুপস্থিতির পর এই সাক্ষাৎকারকে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগে তার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
Leave a Reply